উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ (নিরাপদ প্রস্থান) চাওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তাঁর ছেলেমেয়েরা সবাই দেশে থাকায় তিনি ব্যক্তিগতভাবে এমন কোনো দাবি রাখেন না। তিনি বলেন, *“আমি একা একা সেফ এক্সিট নিয়ে কী করব?”*
রোববার আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকরা জানতে চান, তিনি কি ‘সেফ এক্সিট’ চান কি না। জবাবে উপদেষ্টা বলেন, *“কে কী চায়, সেটা তার নিজস্ব বিষয়। আমার ছেলেমেয়ে সবাই এখানে। আমি একা সেফ এক্সিট চাইব কেন?”*
সভা শেষে বেহাত হওয়া অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে কথা বলে পরবর্তী সভায় জানানো সম্ভব হবে।
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আশ্বাস দিয়ে বলেন, *“যেন কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব অস্ত্র সবসময় উদ্ধার হয় না, কিছু বাইরে থেকে যায়। এ কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে। যদি সব অস্ত্র উদ্ধার হয়ে যেত, তাহলে বাহিনীর দরকার হতো না। আল্লাহ চাইলে নির্বাচন ভালোভাবেই সম্পন্ন হবে।”*
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা পরোয়ানার আওতায় থাকা সেনাসদস্যদের সেনাবাহিনীর হেফাজতে রেখেই বিচারকাজ পরিচালনার প্রসঙ্গও ওঠে। এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনে যা বলা আছে, সেটাই করা হবে।