সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১১তম আসরের পর্দা উঠল এক রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে। নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে সিলেট টাইটানসকে ৮ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। ১৯১ রানের বিশাল লক্ষ্য ২ বল হাতে রেখেই পেরিয়ে যায় উত্তরাঞ্চলের দলটি।
শুরুতে সিলেটের বড় সংগ্রহ
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সিলেট টাইটানস। সিলেটের পক্ষে ওপেনার পারভেজ হোসেন ইমন খেলেন ৬৫ রানের দুর্দান্ত এক ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দেন রনি তালুকদার (৪১) ও আফিফ হোসেন (৩৩)। রাজশাহীর বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে তারা এই চ্যালেঞ্জিং স্কোর গড়েন।
শান্তর রাজকীয় প্রত্যাবর্তন
আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক ফর্ম নিয়ে বেশ সমালোচনার মুখে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে বিপিএলের প্রথম ম্যাচেই ব্যাট হাতে সব সমালোচনার জবাব দিলেন তিনি। ১৯ রানে ওপেনার তানজিদ হাসান তামিম ফিরে যাওয়ার পর হাল ধরেন শান্ত।
-
পার্টনারশিপ: দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানকে নিয়ে যোগ করেন ৪৩ রান। ফারহান ২০ রান করে আউট হলে ক্রিজে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
-
বিজয় জুটি: তৃতীয় উইকেটে শান্ত ও মুশফিক অবিচ্ছিন্ন ১৩০ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
-
ব্যক্তিগত মাইলফলক: শান্ত মাত্র ৬০ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন, যা টুর্নামেন্টের প্রথম ম্যাচেই প্রথম সেঞ্চুরি। অপরপ্রান্তে মুশফিকুর রহিম ৩১ বলে ৫১ রানের এক লড়াকু হাফ সেঞ্চুরি করেন।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোরবোর্ড
| দল | রান/উইকেট | মূল পারফর্মার |
| সিলেট টাইটানস | ১৯০/৫ (২০ ওভার) | পারভেজ ইমন (৬৫), রনি তালুকদার (৪১) |
| রাজশাহী ওয়ারিয়র্স | ১৯১/২ (১৯.৪ ওভার) | নাজমুল শান্ত (১০০*), মুশফিক (৫১*) |
ফলাফল: রাজশাহী ওয়ারিয়র্স ৮ উইকেটে জয়ী।