THE B NEWS 24

সকাল ৯:১৭ - বৃহস্পতিবার - ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
সকাল ৯:১৭ - বৃহস্পতিবার - ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
বাংলাদেশ সর্বশেষ

“জুলাই জাগরণ”-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠান সম্পন্ন

সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজিত সাংস্কৃতিক উৎসব **“জুলাই জাগরণ”**-এর দ্বিতীয় দিনের আয়োজন সম্পন্ন হয়েছে শনিবার (২ আগস্ট ২০২৫) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। বিকেল ২টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

দিনের প্রথম পর্বে শিশু শিল্পী **ফাতিন ইশরাক মাহিরা** সংগীত পরিবেশন করেন এবং **সিদরাতুল মুনতাহা মালাছি** আবৃত্তি উপস্থাপন করেন। এরপর প্রদর্শিত হয় আজিজ হাকিম পরিচালিত চলচ্চিত্র **“থ্রি নট থ্রি”**, বাংলাদেশ সরকারের প্রযোজনায় আবরার ফাহাদকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র **“অনির্বাণ”**, এবং জুলাই আন্দোলনে পেশাজীবীদের অবদান নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি। এছাড়া সওগাত সাংস্কৃতিক সংসদসহ অন্যান্য সংগঠন সংগীত পরিবেশন করে।

দ্বিতীয় অধিবেশনের সূচনা হয় আবারও কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এতে **সাইমুম শিল্পীগোষ্ঠী**, **সন্দীপন শিল্পীগোষ্ঠী** এবং দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। প্রদর্শিত হয় এইচ আল হাদী পরিচালিত চলচ্চিত্র **“সেই একই বিকেল”**। এ পর্বে প্রবন্ধ পাঠ করেন **আর. জে. টুটুল** এবং **বিকল্প সাহিত্য সাংস্কৃতিক জোট** একটি মঞ্চনাটক পরিবেশন করে। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান শিল্পী ও অভিনেতারাও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন **জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল**। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন **সাইমুমের চেয়ারম্যান জাহিদুল ইসলাম**, **ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দাম**, **ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি** এবং **আপ বাংলাদেশের আহ্বায়ক আলি আহসান জুনায়েদ**। বক্তারা **“জুলাই ঘোষণাপত্র”** ও **“জুলাই সনদ”**-এর তাৎপর্য তুলে ধরে সাইমুমের এই সময়োপযোগী আয়োজনের প্রশংসা করেন। প্রতীকী আয়নাঘর ঘুরে দেখে তাঁরা বলেন,
*“যারা কয়েক মিনিট দাঁড়িয়ে থাকতে কষ্ট পাচ্ছেন, তারা উপলব্ধি করুন—যারা বছরের পর বছর সেখানে ছিলেন, তারা কতটা যন্ত্রণার মধ্যে সময় কাটিয়েছেন।”*

অনুষ্ঠান সঞ্চালনা করেন **আব্দুর রউফ**, আর সার্বিক পরিচালনায় ছিলেন উৎসবের পরিচালক **এইচ এম আবু মুসা**।

উল্লেখ্য, **“জুলাই জাগরণ”** ফেস্টিভ্যাল ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। আগামীকালের (৩ আগস্ট) অনুষ্ঠানে উপস্থিত থাকবেন **বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ**, **দীর্ঘদিন আয়নাঘরে বন্দী থাকা ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান**, **ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী** এবং **শহীদ ওসমানের পিতা**।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *