THE B NEWS 24

সকাল ৯:১৭ - বৃহস্পতিবার - ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
সকাল ৯:১৭ - বৃহস্পতিবার - ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
বিশ্ব সর্বশেষ

গাজা সিটি দখল পরিকল্পনার বিরুদ্ধে তেল আবিবে লাখো মানুষের বিক্ষোভ

তেল আবিব, ১১ আগস্ট : গাজা সিটি দখলের পরিকল্পনার বিরুদ্ধে তেল আবিবে লাখো মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতের এ বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবি জানান।

এর আগের দিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের সিদ্ধান্ত নিয়েছে। পূর্ণাঙ্গ মন্ত্রিসভার অনুমোদন পেলে এ পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। তবে সেনাবাহিনীসহ বিভিন্ন মহল এ পরিকল্পনার বিরোধিতা করছে, কারণ এতে জিম্মিদের জীবন হুমকির মুখে পড়তে পারে।

বিক্ষোভে জিম্মিদের পরিবারের সদস্যরা, সাধারণ মানুষ, প্রবীণ ও তরুণ প্রজন্ম অংশ নেয়। তাদের হাতে ছিল ইসরায়েলি পতাকা, জিম্মিদের ছবি এবং সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করা পোস্টার। কিছু পোস্টারে নিহত ফিলিস্তিনি শিশুদের ছবিও দেখা যায়।

বিক্ষোভকারীরা মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আয়োজকদের ভাষ্য, শনিবারের সমাবেশে অংশ নেয় এক লাখের বেশি মানুষ।

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর ইসরায়েলের সর্বাত্মক অভিযানে এ পর্যন্ত ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি। একই সময়ে ইসরায়েলের ৪০০-র বেশি সেনা মারা গেছে।

এদিকে নেতানিয়াহুর কট্টর–ডানপন্থি জোটের সহযোগীরা পুরো গাজা দখলের জন্য চাপ অব্যাহত রেখেছে। কট্টর ডানপন্থি মন্ত্রী বেজালের স্মতরিচ এ বিষয়ে নেতানিয়াহুর ‘অর্ধেক সিদ্ধান্তের’ সমালোচনা করে গাজার বড় অংশ দখলের আহ্বান জানিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *